বিজিবির টহলে মাদক কারবারিদের হামলা, তিন সদস্য আহত
কক্সবাজারের রামুতে বিজিবির টহল দলের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এতে তিন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তেলঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যরা হলেন, রামু ৩০ বিজিবির নায়েক সুবেদার মাহমুদুল হক, সুবেদার সোহেল রানা ও সৈনিক শহিদুল ইসলাম। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফারুক ইব্রাহীম ঢাকা পোস্টকে বলেন, গেল ২৫ জুলাই খুনিয়াপালং থেকে ইয়াবাসহ কফিল উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। ওই এলাকায় আজকে টহল দেয়ার সময় বিজিবির ওপর কফিল উদ্দিনের সহযোগীরা হামলা চালায়। এতে তিন বিজিবি সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয়েছে। হামলাকারীদের ধরতে ইতোমধ্যে বিজিবি মাঠে নেমেছে।
মহিব/এমএএস
বিজ্ঞাপন