বগুড়ায় ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু
বগুড়ার ৩ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা যাওয়া ২ জন বগুড়ার ও ৫ জন অন্য জেলার বাসিন্দা। এছাড়া বাকি ছয়জন উপসর্গে মারা গেছেন।
একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮৭ জন। সুস্থ হয়েছেন ১২২ জন। জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার (০৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
করোনায় মারা যাওয়া বগুড়ার ২ জন হলেন সদরের পারুল (৮৫) ও মোতাহার (৪৫)। জেলার তিন হাসপাতালে করোনা উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৪ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। এতে শনাক্তের হার ১৮ দশমিক ৩৫ শতাংশ।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৫৯ জন, শেরপুরের ১১ জন, শাজাহানপুরে ৬ জন, দুপচাঁচিয়ায় ৩ জন, কাহালুতে ৩ জন, গাবতলীতে ২ জন, শিবগঞ্জে ২ জন এবং নন্দীগ্রামে একজন রয়েছেন।
ডা. তুহিন আরও জানান, ২৪ ঘণ্টায় করোনা থেকে ১২২ জন করোনা থেকে সুস্থতা লাভ করেছেন। জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ২৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৪১ জন এবং ১ হাজার ৩৬০ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলা করোনা আক্রান্তে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৭ জনে বলে তিনি জানান।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর