পিকআপ কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ
যশোরের ঝিকরগাছায় এক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৮ আগস্ট) বিকেলে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা কলোনীপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় বাবা জোহর আলী (৪৮) ঘটনাস্থলে মারা যান। আর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলে আক্তারুজ্জামানের মৃত্যু হয়। তারা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান মোটরসাইকেল যোগে ঝিকরগাছায় যাচ্ছিলেন। ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা কলোনিপাড়া নামক স্থানে পৌঁছালে বাঁকড়াগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এ সময় পিকআপের ধাক্কায় জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান মারাক্তক আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক বাবা জোহর আলীকে মৃত ঘোষণা করেন এবং ছেলে আক্তারুজ্জামানকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আক্তারুজ্জামান মারা যান।
বিজ্ঞাপন
এদিকে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর চালক পিকআপ রেখে পালিয়ে যান। পিকআপটি পুলিশি হেফাজতে আছে।
জাহিদ হাসান/এনএ