পাবনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রোববার (৮ আগস্ট) দুপুর থেকে সোমবার (৯ আগস্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, করোনা ইউনিটে ৮২ জন রোগী ভর্তি রয়েছেন। এক দিনে হাসপাতালে উপসর্গে মারা গেছেন একজন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় ১ ও উপসর্গে ১ জন মারা গেছেন।

উপসর্গে মৃতরা হলেন ভাঙ্গুড়ার সিদ্দিকুর রহমানের মেয়ে রোখা খাতুন (৬২) ও বেড়া উপজেলার ১ জন। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় সদরের একজন মারা গেছেন।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনায় ১১৭৬ নমুনায় ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ২২ শতাংশ।

১ লাখ ৩৮ হাজার ৬৬৮ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৪ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৫ জন। সাড়ে ৪ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক ৮৬ শতাংশ। সুস্থতার হার ৮৩ দশমিক ৩২ শতাংশ।

রাকিব হাসনাত/এমএসআর