গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে চারজন মৃত্যুবরণ করেছেন। এদিকে ৩৮৩ নমুনা পরীক্ষায় নতুন ১৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৫১ দশমিক ১৭ শতাংশ। নতুন ছয়জন নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭ জনে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২০২ জনে।

সোমবার (০৯ আগস্ট) বিকেলে সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, ২৪ ঘণ্টায় ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নমুনা পরীক্ষায় ১৯৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে গাজীপুর সদরে ১১৩ জন, কালীগঞ্জে ১০ জন, কালিয়াকৈরে ৯ জন, কাপাসিয়ায় ৫৪ জন ও শ্রীপুরে ১০ জন রয়েছেন। এ পর্যন্ত গাজীপুরে ১ লাখ ১০ হাজার ৯৬৭ নমুনা পরীক্ষায় ২০ হাজার ২০২ জন শনাক্ত হন বলে জানান তিনি।

গাজীপুরে করোনায় মোট ৩৮৭ জন মারা গেছেন। ১৫ হাজার ৭৯৮ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১২ হাজার ২৪৬ জন, কালীগঞ্জে ১ হাজার ৪৮৫, কালিয়াকৈরে ২ হাজার ৩১, কাপাসিয়ায় ১ হাজার ৮৪৮ ও শ্রীপুরে ২ হাজার ৫৯২ জন রয়েছেন।

শিহাব খান/এমএসআর