বগুড়ায় এক দিনে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৯৬ জন।

এ সময় সুস্থ হয়েছেন আরও ১২৪ জন। সোমবার বিকেলে (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করছেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

করোনায় মৃত বগুড়ার বাসিন্দারা হলেন সদরের সেকেন্দার আলী (৬৫), শাজাহানপুরের খোদেজা বোগম (৭০), সদরের মনোয়ার হোসেন (৮৫), সদরের তোজাম্মেল হক (৫০)। বাকি ৩ জন বগুড়া জেলার বাইরের বাসিন্দা। এ নিয়ে বগুড়ায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালে ৫৯৮ জনে।

ডা. তুহিন জানান, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মাদ আলী হাসপাতাল ও বেসরকারি টিএমএসএস হাসপাতালে (৮ আগস্ট) ফলাফল অনুযায়ী ৪০৬ নমুনার মধ্যে ৯৬ জনের করোনা পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, এতে শনাক্তের হার ২৩ দশমিক ৬৪ ভাগ। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৯ জন, শাজাহানপুরে ১০ জন, শেরপুরে ৭ জন, কাহালুতে ৫ জন, গাবতলীতে ৪ জন, দুপচাঁচিয়ায় ৪ জন, নন্দীগ্রামে ৩ জন, ধুনটে ৩ জন, শিবগঞ্জে ১ জন রয়েছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৪ জন। জেলায় নতুন আক্রান্তদের নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৯ হাজার ৮১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৪৮ জন। বর্তমানে বগুড়ায় ১২৫৯ জন করোনা পজিটিভ রোগী অবস্থান করছেন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর