ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৩৩টি ওয়ার্ডে করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম সফলভাবেই শেষ হয়েছে। তিন দিনে ৫৯ হাজার ৪০০ জন নাগরিককে টিকা প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে টিকা গ্রহণ করেছেন ৬১ হাজার ৯২১ জন।

সোমবার (০৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব। তিনি জানান, শনিবার (০৭ আগস্ট) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী টিকা ক্যাম্পেইনে ৩৩টি ওয়ার্ডের ৩৩ কেন্দ্রের ৬৬ বুথে ৫৯ হাজার ৪০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এর বিপরীতে প্রথম দিন টিকা গ্রহণ করেন ১৭ হাজার ৫৩ জন। দ্বিতীয় দিন ২০ হাজার ৩৭৫ জন এবং শেষ দিন সোমবার ২৪ হাজার ৫১১ জনসহ মোট ৬১ হাজার ৯২১ জনকে টিকা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

এ কার্যক্রমে জনপ্রতিনিধি, পুলিশবাহিনী, আনসার সদস্য, মসিকের কর্মকর্তা-কর্মচারীসহ স্বেচ্ছাসেবক ও নাগরিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু। 

মসিক মেয়র বলেন, সবার সহযোগিতায় এ পর্যায়ের গণটিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গণটিকা প্রদানের ফলে নাগরিকগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপন দেখা গেছে।

গণটিকা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণকে সুরক্ষিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র টিটু বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশবাসী নিরাপদ। বহু উন্নত দেশের তুলনায় আমরা টিকাদান কার্যক্রমে এগিয়ে আছি।

উবায়দুল হক/এমএসআর