করোনার টিকাগ্রহণ ছাড়া মিলছে না বেতন
মহামারি করোনাভাইরাসের টিকাগ্রহণের কার্ড ছাড়া মাসিক বেতন মিলছে না দিনাজপুরের হাকিমপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের। সাময়িক বেতন বন্ধ করে দিয়েছেন পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পৌর মেয়র।
হাকিমপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম জানান, হাকিমপুর পৌরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলে ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। মেয়র মহোদয় শতভাগ টিকাগ্রহণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেতন বন্ধের বিষয়টি আমাদের জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, টিকাগ্রহণের কার্ড প্রদান করলে বেতন দেবেন মেয়র। অনেকে টিকা নিয়েছেন, কিছুসংখ্যক বাকি আছে। আশা করছি দু-একদিনের মধ্যে তারাও টিকা নিয়ে নেবেন।
মেয়র জামিল হোসেন চলন্ত জানান, করোনাভাইরাস মোকাবিলায় সরকার গণটিকা কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে পৌরসভা এলাকায় এই কার্যক্রম শুরু হয়েছে। করোনা সংক্রমণ রোধে হাকিমপুর পৌরসভা বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো ‘নো মাস্ক, নো এন্ট্রি’ সেটাতেও আমরা সফল হয়েছি। এবার করোনার টিকাগ্রহণ না করলে পৌরসভার কর্মচারীদের সাময়িক বেতন বন্ধ করেছি। তারা টিকা গ্রহণ করে এসে আমাকে অবহিত করবে, তারপর তাদের বেতন প্রদান করা হবে।
এমএসআর