চাঁদপুর করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার (১১ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।
বিজ্ঞাপন
করোনায় মৃতরা হলেন চাঁদপুর সদরের মহামায়া এলাকার মমতাজ বেগম (৪৫), কচুয়ার শাহারপাড় গ্রামের আ. জলিল (৭৯), মতলব উত্তরের এনায়েতনগরের আয়েশা বেগম (৭৫), হাজীগঞ্জের শ্রীপুরের শাহানারা বেগম (৫০) ও মতলব দক্ষিণের বোয়ালিয়ার সুভাস চন্দ্র বল (৫৫)।
এছাড়া উপসর্গে মৃতরা হলেন চাঁদপুর সদরের খলিসাডুলির ইসমাইল (৭০), ফরিদঞ্জের পশ্চিম বড়ালীর তাহাজুতনেছা (৭৭), চাঁদপুর শহরের মিশন রোড এলাকার সাইদ পাটোয়ারী (৬৫), ফরিদগঞ্জের উত্তরহাসা এলাকার খাদিজা (৭০), চাঁদপুর সদরের মধ্য মৈশাদীর আলী আশরাফ (৭৬), হাজীগঞ্জের শ্রীপুরের শাহনাজ (৪৫) ও হাইমচরের আলগী এলাকার মহিউদ্দিন (৬৫)।
বিজ্ঞাপন
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নতুনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬১৭ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৭০ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৩ জন।
শরীফুল ইসলাম/এমএসআর