জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ১ হাজার ১০০ জন রিকশা-ভ্যান চালকের মাঝে খাদ্যসহায়তা ও নগদ টাকা দেওয়া হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকালে পৌরভবনে তাদের হাতে এই সহায়তা তুলে দেন মেয়র রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম কুইন্টা, কবির হোসেন, আবু মো. নাহিদ ও রাজিয়া সুলতানা। 

পৌরসভার বান্দুটিয়া এলাকার অটোবাইক চালক আব্দুল জলিল বলেন, ‘লকডাউনের সময় আমরা গাড়ি চালাইতে পারি নাই। মেয়র আমাদের খাদ্যসহায়তা করায় ধন্যবাদ জানাই।’

পৌরসভার সেওতা এলাকার বাসিন্দা ভ্যানচালক দুলাল বলেন, ‘অটো বা রিকশা দু-চারটি করেও চললেও আমারা তো ভ্যান নিয়া রাস্তায় বের হইবার পারি নাই। কামই রোজগারও অনেক কমে গেছে। পরিবার নিয়া চলতে অনেক কষ্ট হইতাছে। আজকে এই খাদ্যগুলো পাইয়া আমার উপকার হইলো। আজকে ভ্যান নিয়া বের হইছি।’        

মেয়র রমজান আলী বলেন, মোট ১১০০ জনের প্রত্যেককে ১০ কেজি চাল, দুই কেজি আলু ও ১০০ করে টাকা দেওয়া হয়। গত ৯ জুলাই দেওয়া হয়েছে পাঁচ হাজার ৫০০ জনকে এবং আজ দেওয়া হলো বাকিদের।

সোহেল হোসেন/এমএসআর