কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ্র

কৃষকরা যাতে সরাসরি সরকারকে ধান-চাল সরবরাহ করতে পারে সেজন্য অতন্দ্রপ্রহরীর মতো কৃষক লীগের নেতাকর্মীরা কাজ করছেন বলে মন্তব্য করেছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে রংপুর নগরের সাতমাথা মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে সারাদেশের কৃষক ভালো আছেন। তারা এখন ধান, পাট, সবজিসহ সব ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন। তবে এখনও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেনি। কৃষকদের বাঁচাতে মধ্যস্বত্বভোগীদের হটাতে হবে।

এর আগে তিনি সকালে সাতমাথা মোড়ে মহানগর কৃষক লীগের আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

প্রান্তিক পর্যায়ের চাষিদেরকে মধ্যস্বত্বভোগীদের ফাঁদ থেকে বের করে আনতে সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে সমীর চন্দ্র বলেন, মধ্যস্বত্বভোগীদের বিতাড়িত করতে হবে। সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান-চাল সরবরাহে আন্তরিক। এ কাজে প্রধানমন্ত্রী কৃষক সংগঠনের প্রতিনিধিদের সম্পৃক্ত করতে প্রজ্ঞাপন জারি করেছে।

তিনি আরও বলেন, দেশের দুর্যোগকালীনসহ সারা বছর কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষক লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃষকদের কাছে স্মরণীয় করে রাখতে উত্তরবঙ্গের প্রতিটি জেলা-উপজেলা ও ইউনিয়নসহ সারাদেশে শীতার্ত কৃষকদের মাঝে কম্বলের উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করছি।

এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান পাটোয়ারী মিঠু।

এমএসআর