নেত্রকোনায় বিল থেকে মাথাবিহীন লাশ উদ্ধার
নেত্রকোনায় বিল থেকে মাথাবিহীন গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের খরমহরী গ্রামে নপাই বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় গড়াডোবা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান বাবলু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই বিলে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে ও থানা পুলিশকে খবর দেয়।
বিজ্ঞাপন
এদিকে কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মাথাবিহীন লাশটি সম্পূর্ণভাবে গলে যাওয়ায় পুরুষের নাকি নারীর, তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ আগামীকাল (২০ আগস্ট) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিজ্ঞাপন
জিয়াউর রহমান/এমএসআর