ভােলার লালমােহনে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পেট্রােল দিয়ে মা-মেয়েকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে সুমন নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাে. মহিবুল্লার মিয়ার মেয়ে জানাতুন নাঈমা (২২) ও তার স্ত্রী নাজমা বেগম (৫০) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে লালমোহন উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ঢাকায় রেফার্ড করা হয়।

পেট্রােল নিক্ষেপকারী যুবক গজারিয়া এলাকার নূরুল ইসলাম পাটোয়ারীর ছেলে মো. সুমন।

আহত জানাতুন নাঈমার ভাই মাে. আশরাফ হােসেন জানান, সুমন দীর্ঘ দিন ধরে নাঈমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। জান্নাত তা প্রত্যাখ্যান করে। শনিবার পাত্রপক্ষ নাঈমাকে আমাদের বাড়িতে দেখতে আসে। এতে সুমন ক্ষিপ্ত হয়। সন্ধ্যায় নাঈমা রান্না করছিল। এ সময় সুমন পলিথিনে করে পেট্রােল নিক্ষেপ করে। এতে রান্নাঘরের চুলা থেকে আগুন চারপাশে ছড়িয়ে পরে। নাঈমা চিৎকার করলে তাকে উদ্ধার করতে গিয়ে মা গুরুতর আহত হয়।

এ ব্যাপারে লালমোহন উপজেলা জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মাে. ফাহাদ নাসির জানান, তাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নাঈমার অবস্থা গুরুতর হওয়ায় মাসহ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লালমােহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, ৯৯৯ থেকে একটি কল পেয়ে হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। ঘটনার সত্যতা জানতে আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযােগ পাওয়া যায়নি। অভিযােগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসপি