সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ি এলাকার পাকড়াতলী চর হতে চার ভারতীয় জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় মাছ ধরার জাল ও ট্রলার জব্দ করা হয়েছে। রোববার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসন্তী পার্বতীপুর ২ নং স্কীমের বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের প্রফুল্ল মন্ডলের ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), ঝড়খালী বাজার বাসন্তীর সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) ও একই গ্রামের ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার (৪৪)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে চার ভারতীয় জেলে মাছ ধরছিলেন। তাদের শনিবার রাতে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

আকরামুল ইসলাম/এসপি