ফাইল ছবি

কথায় আছে ‘মাঘের শীতে বাঘও কাঁপে’। এর প্রমাণ মিলছে হিমালয়ের পাদদেশঘেঁষা জেলা দিনাজপুরে। কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা কমছে। শনিবার (১৬ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চলতি শীত মৌসুমে দিনাজপুরে গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল সেদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়াও শুক্রবার (১৫ জানুয়ারি) ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।  আগামীকাল ১৭ জানুয়ারি থেকে জেলার তাপমাত্রা বাড়তে পারে। 

এদিকে প্রচণ্ড শীতের মধ্যে দিনাজপুরের তিনটি (বিরামপুর, দিনাজপুর সদর ,বীরগঞ্জ) পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বীরগঞ্জে ইভিএম ও বাকি দুই পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। 

আরএআর