ভাগ্নের লাশ দেখে ফেরার পথে ট্রেনের ধাক্কায় খালার মৃত্যু
নিহত বৃদ্ধার লাশ ঘিরে জনতার ভিড়
চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে ট্রেনের ধাক্কায় কমলা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উথলী রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কমলা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের মৃত. সাবদুল হোসাইনের স্ত্রী।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে উথলী রেলওয়ে স্টেশনের অদূরে রেলাইনে দিয়ে হাটতে হাটতে বোনের বাড়ি থেকে ফিরছিলেন ওই বৃদ্ধা। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগড়দাড়ি এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কমলা খাতুনের মৃত্যু হয়।
তারা আরও বলেন, শুক্রবার রাতে কমলা খাতুনের ছোট বোনের বড় ছেলে মারা যান।এ খবর পেয়ে শনিবার ভোরে কমলা খাতুন উথলীতে মরদেহ দেখতে আসেন। পরে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় তিনিও মারা গেলেন।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ জালাল উদ্দীন বলেন, আমি ঘটনাটি শুনেছি। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। লোক পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বিধিমালা মেনে মরদেহ হস্তান্তর করা হবে।
এসপি