অ্যাম্বুলেন্সে ভোটকেন্দ্রে গেলেন ভোটার
ফেনীতে অ্যাম্বুলেন্সে ভোটকেন্দ্রে আসেন কাউন্সিলর প্রার্থী জাকিরের ভাই
হুইল চেয়ার বা মানুষের কোলে করে ভোট দিতে দেখা গেছে। কিন্তু দাগনভূঞা পৌরসভা নির্বাচনে দেখা গেল ভিন্ন চিত্র। ১ নম্বর আলাইয়াপুর কেন্দ্রে মো. ইব্রাহিম নামে এক ভোটার অ্যাম্বুলেন্সে করে ভোটকেন্দ্রে যান। তিনি ঢাকার একটি হাসপাতাল ভর্তি ছিলেন। ঢাকা থেকে সরাসরি ভোটকেন্দ্রে যান তিনি। ভোট দেওয়া শেষে আবার একই বাহনে ঢাকাতে হাসপাতালে ফিরে যান।
তিনি ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। পরবর্তীতে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে তার ভাই মাটি জাকিরের গাজর মার্কাকে সমর্থন দিয়েছেন।
বিজ্ঞাপন
ইব্রাহিম জানান, তার ভাই কাউন্সিলর প্রার্থী জাকিরের গাজর মার্কা ও নৌকাতে ভোট দেওয়ার জন্য অসুস্থ অবস্থায়ও তিনি ঢাকা থেকে চলে আসেন।
আলাইয়াপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খিজ্জির আহমেদ বলেন, ইব্রাহিমকে স্ট্রেচারে করে ভোটকক্ষে নিয়ে আসা হলে ভোটকক্ষে দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগিতায় তিনি ভোট দেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২২০ জন এবং নারী ভোটার ১২ হাজার ৫৪৫ জন। ১৩টি কেন্দ্রে ১৩ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭৮ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১৪৬ জন পোলিং অফিসার ভোটগ্রহণ কাজে নিয়োজিত রয়েছেন। প্রতি কেন্দ্রে ৮ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।
এসপি