রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মৃত খালেক মিয়ার ছেলে রাকিব হোসেন (৩৭) ও কুষ্টিয়া সদরের হাউজিং এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মুক্তার (৪০)।

স্থানীয়রা জানায়, রাকিব ও মুক্তার ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাংশা কলেজ মোড় এলাকায় নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। এরপর মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করি। ধারণা করা হচ্ছে, তারা দুর্ঘটনার কবলে পড়লে পেছন থেকে একটি দ্রুতগতির একটি যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঢাকা পোস্টকে বলেন, রাতে বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলায় নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এতে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মীর সামসুজ্জামান/এসপি