দুই ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক আটক
মাদরাসা শিক্ষক এনামুল
দিনাজপুরের হিলিতে কওমি দুই ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে এনামুল (২৬) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ছাতনী চারমাথায় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক এনামুল বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে। হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
থানায় লিখিতে অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নাতনি ও মেয়েকে ছাতনী মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করান এক অভিভাবক। গত ১৪ জানুয়ারি মাদরাসা ছুটি শেষে তার মেয়ে ও নাতনিকে ঘরের মধ্যে আটকে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। ১৫ জানুয়ারি মেয়ের মা বিষয়টি জানতে পেরে মাদরাসা শিক্ষককে অবহিত করার পর সুবিচার না পেয়ে শনিবার হাকিমপুর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মেয়ের বাবা।
ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ভুক্তভোগীর বাবা শিক্ষক এনামুলের বিরুদ্ধে শনিবার যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করলে হাকিমপুর থানা পুলিশের একটি টিম ছাতনী চারমাথায় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজ্ঞাপন
এমএসআর