চার দফা দাবিতে রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। হিমেল হাওয়া উপেক্ষা করে অনেকে বুকে-পিঠে দাবি লিখে বিক্ষোভ অংশ নেন।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাব মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হল- ডুয়েটসহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি, সেশনজট নিরসন ও শর্ট সিলেবাসে ক্লাস চালু করতে হবে।

এর আগে দুপুর ১২টার দিকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে তারা প্রেসক্লাব মোড়ে সমাবেশ করেন।

আন্দোলনরত শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ‘করোনাভাইরাসের দোহাই দিয়ে ক্লাস-পরীক্ষা না নিয়ে ফি বাড়ানো হয়েছে। আগামীতে পরীক্ষা গ্রহণের কোনো উদ্যোগ না থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।’

‘পলিটেকনিকে এখন যে অবস্থা, তাতে আন্দোলনে নামা ছাড়া কোনো উপায় নেই। ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। আমাদের চার দফা দাবি আদায় না হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’ বলেন আরাফাত ইসলাম নামে আরেক শিক্ষার্থী।

সমাবেশ শেষে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখান থেকে আগামী ১৮ জানুয়ারির মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এমএসআর