রাজবাড়ীতে ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ
১৫ আগস্টের শোকাবহ ঘটনাকে উপজীব্য করে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় জেলা পুলিশের আয়োজনে রাজবাড়ীতে মঞ্চস্থ হয়েছে নাটক ‘অভিশপ্ত আগস্ট’। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাউদ্দিন, ডিসি দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার।
বিজ্ঞাপন
পৌর মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ নাট্যদল গত ৩১ জুলাই প্রথম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে মঞ্চায়িত করে বিশেষ এই নাটকটি।
ঢাকা রেঞ্চের ডিআইজি হাবিবুর রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় নাটকে অংশগ্রহণ করেন পুলিশের একদল নাট্যকর্মী। নাটকটিতে চরিত্র রয়েছে ৩২টি। নাটকটির নাট্যরূপ করেছেন নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান।
মীর সামসুজ্জামান/এমএসআর