বগুড়ায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনায় ও একজন উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে জেলায় আরও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও সুস্থ হয়েছেন আরও ৩৮ জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক সোমবার (৩০ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে বগুড়ার চারজন। তারা হলেন শাজাহানপুরের রেহেনা (৬২), শেরপুরের আলেয়া (৭০), দুপচাঁচিয়ার রাজিয়া বেগম (৪৫) এবং সদরের নিলুফা (৭০)। এছাড়া বাকি একজন অন্য জেলার।

ডা. সাজ্জাদ জানান, রোববার মোট ২৪৪ নমুনার ফলাফলে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ জন, জিন এক্সপার্ট মেশিনে একজন ও অ্যান্টিজেন পরীক্ষায় ৪ জন, টিএমএসএস হাসপাতালের পিসিআর ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এতে আক্রান্তের হার ৯ দশমিক ৪২ শতাংশ। গত দিনের চেয়ে সংক্রমণ ১ শতাংশ কমেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরের ১৭, শাজাহানপুরের ২, গাবতলী ২, বাকি দুজন শেরপুর ও নন্দীগ্রামের বাসিন্দা।

ডা. সাজ্জাদ আরও জানান, বগুড়া জেলায় ২০ হাজার ৯৭৩ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ১০৮ জন  এবং ২০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৬১ জনে দাঁড়াল।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর