জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের অনুষ্ঠানে এসে ফজলুল হক নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হার্ট অ্যাটাকে মারা যান তিনি। ফজলুল হক মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের বাসিন্দা। তিনি পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক কাউন্সিলর ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ফজলুল হক স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পৌর আওয়ামী লীগের আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হন।

অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

সোহেল হোসেন/এমএসআর