চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২০৮ জনে। এর মধ্যে চুয়াডাঙ্গায় মারা গেছেন ১৮৮ জন এবং জেলার বাইরে ২০ জন। মঙ্গলবার (৩১ আগস্ট) চুয়াডাঙ্গায় নতুন করে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭০৬ জনে।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার নতুন ১১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩১০ জনে। এ দিন ১৫১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৬ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় নতুন ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭০৬ জনে। এ দিন কেউ সুস্থতার সনদ পায়নি। আগের হিসাবে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৯ জন।

বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ২০ জন আর বাড়িতে রয়েছেন ৩৭৯ জন। নতুন যে ১০ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার সাত জন, আলমডাঙ্গা উপজেলার দুই জন এবং জীবননগরে একজন রয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, মঙ্গলবার চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালের রেডজোনে একজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হলুদ জোনে মারা গেছেন একজন। এ পর্যন্ত জেলায় মোট ৮৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৫ জন।

আফজালুল হক/এসএসএইচ