প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় বিএনপির পৃথক কর্মসূচি পালন
বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় বিভক্ত কর্মসূচি পালন করা হয়েছে। খুলনা জেলা ও মহানগর বিএনপি একসঙ্গে কর্মসূচি পালন করলেও পৃথক কর্মসূচি পালন করেছে দলের আরেকটি অংশ।
বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপি কর্মসূচির উদ্বোধন করেছে। অন্যদিকে বিকেল সাড়ে ৩টায় মহানগর ও জেলা বিএনপির একাংশের খুলনা প্রেস ক্লাব অডিটোরিয়ামে সভা করেছে।
বিজ্ঞাপন
সভায় সভাপতির বক্তব্যে খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের বাক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, কথা বলার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতাও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। বহুদলীয় গণতন্ত্রের যে কাঠামো সেই কাঠামো নির্মাণ করেছিলেন। একইসঙ্গে তিনি অর্থনৈতিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন নিয়ে এসেছিলেন।’
বিজ্ঞাপন
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সম্পাদক আমির এজাজ খান, মোশারফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুল রশিদ, রেহেনা আক্তার, তসলিমা খাতুন ছন্দা।
আরও উপস্থিত ছিলেন সাইফুর রহমান মিন্টু, অধ্যাপক মনিরুল হক বাবুল, আব্দুল রকিব মল্লিক, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, মহিবুজ্জামান কচি, মেহেদি হাসান প্রমুখ।
সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ ও ওয়াহেদুজ্জামান রানা। দোয়া পরিচালনা করেন আবু হোসেন বাবু এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার।
অন্যদিকে বিকেল সাড়ে ৩টায় মহানগর ও জেলা বিএনপির (একাংশ) যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবুর সঞ্চালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জেলা বিএনপি নেতা হাফেজ জাহিদুল ইসলাম।
সভায় নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান।
প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম। আমন্ত্রিত অতিথি ছিলেন মোংলা পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী।
সভায় অংশ নেন বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুর হাসান বাপ্পী, খান জুলফিকার আলী জুলু, আজিজুল হাসান দুলু, মেজবাউল আলম, এহতেশামুল হক শাওন, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, আজিজা খানম এলিজা, সাইফুর রহমান প্রমুখ।
মোহাম্মদ মিলন/এমএসআর