৫২ তাসের জন্য গ্রেফতার ৫
জুয়ার আসরে ৫২টি অর্থাৎ এক বান্ডিল তাস নিয়ে চলছিল খেলা। খেলার বোর্ডেই জড়ো হয়েছে এক হাজার ৫৪০ টাকা। এ সময় হঠাৎ উপস্থিত র্যাব। সঙ্গে সঙ্গে ভেস্তে যায় খেলা। গ্রেফতার করা হয় পাঁচ জনকে।
বুধবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় জয়পুরহাট সদর উপজেলার বামনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করেছে র্যাব।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন- জেলার সদর উপজেলার বামনপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জেবাউল ইসলাম (৪০), আহমেদ আলীর ছেলে সুলতান মাহমুদ (৩৯), আবু তালেবের ছেলে মতিউর রহমান (২০), সেকেন্দার রহমানের ছেলে মশিউর রহমান (৪০), সগুনা গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৪০)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, র্যাবের একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
চম্পক কুমার/এসএসএইচ