মুন্সিগঞ্জে বিস্ফোরণ মামলায় ৮৫ জন কারাগারে
ফাইল ছবি
মুন্সিগঞ্জে বিস্ফোরণ মামলায় ৮৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ( ১৩ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ আমলী আদালতে (১ নং) হাজির হয়ে বিস্ফোরক মামলার ৮৬ জন আসামি আত্মসমর্পণ করেন।
এরপর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক ৮৫ জন আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
আদালত সূত্র জানায়, গত ১৫ জুন মুন্সিগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকার মহিউদ্দিন মাদবরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণ ঘটান প্রতিপক্ষের লোকজন।
এছাড়া মহিউদ্দিন মাদবরের বাড়িতে একাধিকবার বিস্ফোরণ ঘটান প্রতিপক্ষের লোকজন। এসব ঘটনায় মুন্সিগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মহিউদ্দিন মাদবরের স্ত্রী মুন্নী বেগমসহ তাদের পক্ষের হামলার শিকার লোকজন বাদী হয়ে সাতটি মামলা করেন। ওসব মামলায় ১৫০ জনকে আসামি করা হয়।
বিজ্ঞাপন
রোববার ৮৬ জন আদালতে হাজির হয়ে জামিন চাইলে একজনের জামিন মঞ্জুর করেন বিচারক। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মুন্সিগঞ্জ আদালতের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, সদর থানার সাতটি বিস্ফোরক মামলার ১৫০ জন আসামির মধ্যে ৮৬ জন আজ আদালতে আত্মসমর্পণ করেন। এর মধ্যে একজনকে জামিন দিয়ে বাকি ৮৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এএম