জাইন সিদ্দিকী

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ৩০ বছর বয়সী যুবক জাইন সিদ্দিকী। যিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস প্রশাসনের ডেপুটি চিফ অব স্টাফের জ্যেষ্ঠ উপদেষ্টা পদে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রামের চিকিৎসক মোস্তাক আহম্মেদ সিদ্দিকী ও হেলেনা সিদ্দিকী দম্পতির একমাত্র ছেলে জাইন সিদ্দিকী। ৩৩ বছর আগে সপরিবার তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নাগরিকত্ব পেয়ে তখন থেকেই বসবাস করছেন। সেখানেই জন্ম একমাত্র ছেলে জাইনের। বিদেশে বড় হলেও দেশের প্রতি টান করেনি একটু। সার্বক্ষণিক খোঁজখবর রাখেন নিজের স্বজন ও এলাকাবাসীর। সুযোগ পেয়ে ঘুরতেও আসেন নিজের পিতৃভূমিতে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে জাইন সিদ্দিকীর গ্রামের বাড়িতে দেখা যায় সেখানে চলছে খুশির বন্যা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির সহকারী ও হোয়াইট হাউস কর্মীর হওয়ার নিয়োগে জাইন সিদ্দিকীকে নিয়ে গর্ব করছেন সবাই। এলাকাবাসী ও স্বজনরা বলছেন, জাইন সিদ্দিকী এখন শুধু ময়মনসিংহের নান্দাইলেরই নন, পুরো দেশের গর্ব।

বর্তমানে গ্রামের বাড়িতে জাইনের বাবা-ফুফুরা কেউ বসবাস করেন না। আমরা তার অনেক স্বজন এখানে আছি। নিয়মিত কথা হয় আমাদের সঙ্গে। তারা দেশে এলে আমার বাড়িতেই আমাদের সঙ্গে থাকেন। হোয়াইট হাউসে চাকরির খবরটা টেলিফোনে আমাদের জানিয়েছেন জাইনের বাবা। গর্বে আমাদের বুকটা ভরে গেছে খবরটি শুনে।

রতন সিদ্দিকী, জাইনের বাবার চাচাতো ভাই

জাইনের চাচি বিমলা খাতুন ও লুৎফুন্নাহার বলেন, সর্বশেষ ২০১৬ সালে বাবার সঙ্গে জাইন গ্রামের বাড়িতে এসেছিল। তখন আমাদের আধাপাকা টিনশেড বাড়িতেই সাধারণভাবে থেকেছে। তখন আমাদের রান্না করা টাকি মাছের ভর্তা, লাউশাক, ছোট মাছ, দেশি মুরগি ও মাষকলাইয়ের ডালসহ পিঠাপুলি বানিয়ে খাইয়েছি। এছাড়া বাড়ির পাশের নরসুন্দা নদীতে নৌকায় করে ঘুরে বেড়িয়েছে ও আনন্দ-ফুর্তি করেছে।

তারা বলেন, এর আগেও আরও দুবার বাবা, মা ও দাদির সঙ্গে গ্রামের বাড়ি বেড়াতে আসে জাইন। তারা যখন গ্রামে আসে, তখন সবাই তাদের দেখতে আসে আমাদের বাড়িতে। যত দিন থাকে বাড়িতে, ঈদের দিনের মতো আনন্দ-ফুর্তি হয়।

এদিকে মাদারীনগর গ্রামেই জাইনের বাবা-চাচা-ফুফুরা মিলে করছেন একটি হাফিজিয়া মাদ্রাসা। যেখানে পড়ছে ১২০ জন দরিদ্র ও এতিম শিশু, যা পরিচালিত হচ্ছে তাদের দেওয়া অর্থেই।

মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মো. আল আমিন জানান, মাহবুব সিদ্দিকিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসাটি জাইনের চাচা মাহবুব সিদ্দিকীর নামে। প্রতিষ্ঠা করেছেন দাদা আবু বক্কর সিদ্দিকী। এলাকার গর্ব জাইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হওয়ার খবরটি জানানোর পর মাদ্রাসায় কোরআন খতমের পাশাপাশি গত শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মিলাদ পড়িয়ে মুসল্লি-শিশুসহ গ্রামের মানুষকে মিষ্টিমুখ করানো হয়েছে।

এ বাড়িতেই থেকেছেন জাইন

জানা গেছে, জাইন সিদ্দিকীর বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ল স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা জাইন বর্তমানে বাইডেন-কমলা ট্রানজিশন টিমে অভ্যন্তরীণ ও অর্থনৈতিক টিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছর কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেনশিয়াল বিতর্কের প্রস্তুতি টিমের সদস্য ছিলেন। এর আগে তিনি বেটো ও’রোরকের প্রেসিডেনশিয়াল প্রচার দলের ডেপুটি পলিসি ডিরেক্টর ছিলেন। তিনি সিনেট ক্যাম্পেইন টিমের সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবেও কাজ করেছেন। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাগান, ডিসি সার্কিটির আপিল আদালতের বিচারক ডেভিড ট্যাটেল ও ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার বিচারক ডিন প্রেগের সনের অধীনে ল ক্লার্ক হিসেবেও কাজ করেছেন জাইন।

এনএ