ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ৫১১ জন। একই সময়ে ১৭৬ নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ১৮ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মৃত পাঁচজনের মধ্যে রাজবাড়ীর তিনজন, মাগুরার এবং শরীয়তপুরের একজন করে রয়েছেন।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ২৮ জনের মধ্যে ভাঙ্গায় একজন, নগরকান্দায় একজন, মধুখালীতে তিনজন, সদরপুরে ছয়জন, চরভদ্রাসনে দুইজন এবং ফরিদপুর সদরে ১৫ জন রয়েছেন। বাকী চারজন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছে।  

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৫০ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১১ জন।

জহির হোসেন/এসপি