তিনজনের মৃত্যুর পর দৌলতদিয়া থেকে যৌন উত্তেজক ওষুধ উদ্ধার
গত এক সপ্তাহে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে যৌন উত্তেজক ওষুধ খেয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়েছে র্যাব-৮ এর একটি টিম।
দুপুরে র্যাব-৮ এর সিপিসি-২ ফরিদপুর অঞ্চলের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
এ সময় পল্লীর আলম মণ্ডলের দোকান থেকে তিন কার্টন অবৈধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধারসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এর আগে রাজবাড়ী পৌরসভা এলাকার নূর ডায়াগনোস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, সাদিক ডায়াগনোস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও রাফি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
র্যাব-৮ এর সিপিসি-২ ফরিদপুর অঞ্চলের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধসহ এক ব্যক্তিকে আটক করে র্যাব। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি আরও বলেন, গত এক সপ্তাহে ঢাকার এক ব্যবসায়ীসহ তিনজন পল্লীতে যৌন উত্তেজক ওষুধ সেবন করে মারা যায়। এই ওষুধগুলো দৌলতদিয়া পল্লীর ফার্মেসি ছাড়াও বিভিন্ন দোকানে বিক্রি হয়। যৌন উত্তেজক ওষুধ বিক্রি করা অবৈধ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার বলেন, দৌলতদিয়া যৌনপল্লীতে যাতে যৌন উত্তেজক ওষুধ বিক্রি বন্ধ হয় সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. বাদল শিকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিকসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দৌলতদিয়া যৌনপল্লীতে এসে যৌন উত্তেজক ওষুধ সেবনে গত শুক্রবার (০৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকার সূত্রাপুর থানার এক ব্যবসায়ী (৫০), এরপর শনিবার (০৪ সেপ্টেম্বর) আরেক ব্যক্তি (৪৫) এবং বুধবার (০৮ সেপ্টেম্বর) আরও এক ব্যক্তির মৃত্যু হয়।
মীর সামসুজ্জামান/আরএআর