ফাইল ফটো

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্যতম পর্যটন স্পট শহীদ সিরাজ লেকে (নীলাদ্রী লেক) ডুবে রাজিব আহমেদ (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার।

রাজিব আহমেদ রাজধানী ঢাকার মিরপুর কাজীপাড়ার ফরহাদ আহমেদের ছেলে। তিনি ঢাকা মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) পরমাণুবিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার ২ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাজধানী ঢাকা থেকে ২০ জনের একটি পর্যটক দল আসে তাহিরপুর উপজেলার পর্যটন স্পট শহীদ সিরাজ লেকে। ওই দলের ১০/১২ জন লাইফ জ্যাকেট পরে লেকে গোসল করতে নামেন। অন্যরা হঠাৎ দেখেন, রাজিব নেই। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় বিকেল পৌনে পাঁচটায় তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানিয়েছেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আগামীকাল সকালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইদুর রহমান আসাদ/এমএএস/জেএস