সাভারের আশুলিয়ায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে আঁখি মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়ার রুপায়ন মাঠ সংলগ্ন এলাকার হানিফ ও হুমায়ুন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

আঁখি মনি লালমনিরহাটের বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে। সে পোশাকশ্রমিক বাবা-মার সঙ্গে ওই এলাকায় বসবাস করত।

স্থানীয়রা জানান, আঁখি মনি তাদের টিনশেড ঘরে অন্য দুই শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় হঠাৎ তাদের পাশের ঘরে রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। নিমিষেই আগুন কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এর একটি ঘরে খেলার সময় আঁখি দগ্ধ হয়ে মারা যায়।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টা ৩ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন ইউনিটের ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে তার আগেই দগ্ধ হয়ে আঁখি মনি মারা যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র অফিসার জিহাদ ঢাকা পোস্টকে বলেন, আমরা ১০-১৫ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে তার আগেই ওই শিশুর মৃত্যু হয়। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

মাহিদুল মাহিদ/এসপি