সুন্দরবনে কাঁকড়া ধরার সময় ৪ জেলে আটক
কাঁকড়া ধরার সময় আটক চার সদস্য
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তালতলি খাল অভয়ারণ্য অঞ্চলে কাঁকড়া ধরার সময় চার জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি কাঁকড়া উদ্ধার করা হয়। রোববার (১৩ ডিসেম্বর) সকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জেলেদের আটক করে বন আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলেদের ধরা ৪০ কেজি কাঁকড়া নদীতে অবমুক্ত করে দেয়া হয়
বিজ্ঞাপন
আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯ নম্বর সোরা গ্রামে লিয়াকত সরদারের ছেলে জাহাঙ্গীর আলম, একই এলাকায় রুহুল আমিন কয়ালের ছেলে আশরাফুল ইসলাম, মৃত. বসির গাজীর ছেলে ফজলু গাজী ও করিম গাজীর ছেলে জামাল উদ্দীন।
খুলনা বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) আবু নাসের মোহাম্মদ মহসিন জানান, সুন্দরবনের ৫৩ নম্বর কম্পার্টমেন্টের আওতায় তালতলি খাল থেকে জেলেদের আটক করা হয়েছে। সুন্দরবনে নিয়িমিত টহল দেওয়ার সময় অভয়ারণ্য অঞ্চলে কাঁকড়া ধরার সময় সকাল আটটার দিকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
জেলেদের আটক করে বন আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলেদের ধরা ৪০ কেজি কাঁকড়া নদীতে অবমুক্ত করে দেয়া হয়।
এনএ