পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার

অনিয়ম, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যে পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার এবং তার স্ত্রী কৃষ্ণা রাণীর বিরুদ্ধে জ্ঞাতআয় বহির্ভূত তিন কোটির বেশি টাকার সম্পত্তি অর্জনের দায়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন।

এসব তথ্য নিশ্চিত করেন দুদক কুষ্টিয়ার লিগ্যাল অফিসার বাসেদ আলী। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তহিদুল ইসলামের আদালতে মামলাটি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ জানুয়ারি থেকে ২০১৯ সালের ২১ এপ্রিলের মধ্যে বিভিন্ন সময় পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার আইন বহির্ভূত ও অবৈধ পন্থায় ২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৭৮৪ টাকা এবং তার স্ত্রী কৃষ্ণা রাণী অধিকারী ৩২ লাখ ৮০ হাজার ৭০৪ টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

মামলায় অভিযুক্ত হলেন- গাংনী থানার সাবেক ওসি এবং বর্তমানে রাঙামাটি জেলার পুলিশ বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে (পিএসটিএস) কর্মরত পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার (৫৩) এবং তার স্ত্রী কৃষ্ণা রাণী অধিকারী।

দুদক আইনের ২৬ (২), ২৭ (১) ও মানি লন্ডারিং আইনের ৪ (২ ও ৩) ধারায় সংঘটিত অপরাধ আমলযোগ্য মনে করায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার তদন্তকারী দলের তদন্তে অবৈধ অর্থ-সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এসব তথ্য নিশ্চিত করেন দুদক কুষ্টিয়ার লিগ্যাল অফিসার বাসেদ আলী।

পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার বলেন, দুদক এ বিষয়ে একটা তদন্ত করেছিল। তবে মামলা দায়েরের বিষয়টি আমার জানা নেই। উনারা তো আমার ফাইলপত্রও ঠিকভাবে দেখে নাই। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয় নাই। উনারা কীভাবে আমার এবং আমার স্ত্রীর নামে মামলা করলেন আমি বুঝলাম না।

এমএসআর