সেনাবাহিনীকে কুকুর উপহার দিলো ভারত
ভারতীয় সেনাবাহিনী থেকে উপহার পাওয়া পাঁচটি কুকুর
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনী উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচটি কুকুর দিয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি ) বিকেলে পেট্রাপোল-বেনাপোল চেকপোস্টের নো-ম্যানসল্যান্ডে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ক্যান্টনমেন্টের মেজর এনামুল হক সাংবাদিকদের জানান, প্রথমে এই পাঁচটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়।
বিজ্ঞাপন
পরে মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। ভারতীয় সেনাবাহিনীর দেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।
তিনি আরও বলেন, গত বছরের ১০ নভেম্বর ২০টি ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়েছিলেন।
বিজ্ঞাপন
এসপি