আটক মাদকদ্রব্য

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামু সেক্টরের বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের অভিযানে আটক ৫৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করবে বিজিবি। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে কক্সবাজার রিজিয়নের মাঠে এ সকল মাদকদ্রব্য ধ্বংস করার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় তার সঙ্গে থাকবেন বিজিবির মহাপরিচালক মো.সাফিনুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

গত দুই বছরে (২০১৯-২০২০) কক্সবাজারের রামু সেক্টরের অভিযানে জব্দ হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবা, ৫ হাজার ৭৯৯ বোতল মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭৩৬ লিটার চোলাই মদ, ১৫.৭৩২ কেজি গাঁজা, ১৮ হাজার ৭৫০ পাতা সিডিল ট্যাবলেট ও ৫ হাজার পাতা ট্যাবলেটন। যার সর্বমোট মূল্য ৫৩৫ কোটি ৪ লাখ ৮১ হাজার ৬১২ টাকা।

যার মধ্যে মালিকসহ আটক করা হয়েছে ৯১ লাখ ৬১ হাজার ৬০৭ পিস ইয়াবা, ৩ হাজার ৮৭৩ ক্যান বিয়ার, ১১৯ বোতল মদ, ৪২৭.৬ লিটার বাংলা মদ, এক কেজি গাঁজা, ৩৮১ বোতল ফেনসিডেল। এছাড়া মালিকবিহীন উদ্ধার করা হয়েছে ২ কোটি ২৫ লাখ ১১ ১৩৬ পিস, ৩৭ হাজার ৬৫৮ ক্যান বিয়ার, ৫ হাজার ৩৫ বোতল মদ, ২০০৫.৫ লিটার বাংলা মদ, ২৯.৭০৫ গ্রাম গাঁজা ও ১ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল।

এসপি