হেঁটে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ
ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় রিফাত জামিল
মানুষের কত রকমের ইচ্ছা থাকে। ইচ্ছার শেষ নেই। তবে ইচ্ছাকে কেউ মনের মধ্যে পুষে রাখে আবার কেউবা তা বাস্তবে পরিণত করে। তেমনি একজন তরুণ ভ্রমণপিপাসুর স্বপ্নের বাস্তব রূপদান হিসেবে পায়ে হেঁটে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ পৌঁছেছেন।
এই ভ্রমণপিপাসুর নাম রিফাত জামিল রিয়াদ (২০)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের আলী আকবরের ছেলে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র।
বিজ্ঞাপন
জানা গেছে, গত ১৭ জানুয়ারি বেলা পৌনে ১২টায় জামিল রিয়াদ নিজের গ্রামের বাড়ি থেকে বের হন। ওইদিন রাত সোয়া ৭টার দিকে নেত্রকোনা সদরের বাংলাবাজারে এসে পৌঁছান। ওইদিন তার অতিক্রান্ত পথ ছিল ৩৫ কিলোমিটার।
পরদিন বিশ্রাম নিয়ে ফের শুরু হয় তার যাত্রা। ১৯ জানুয়ারি বেলা ১১টায় নেত্রকোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে রওনা করে ১৮ কিলোমিটার পথ হেঁটে শ্যামগঞ্জ বাজারে এসে দুপুরের খাবার শেষে রওনা করেন ময়মনসিংহের উদ্দেশে। পরে আরও ১৭ কিলোমিটার পথ হেঁটে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় পৌঁছান। ঘড়িতে তখন রাত ৭টা বাজে।
বিজ্ঞাপন
নেত্রকোনা থেকে ময়মনসিংহ আসার পথে তিনটি প্রতিপাদ্য বিষয় ছিল তার। সেগুলো হলো- মাস্ক ব্যবহার করুন, গাছ লাগান এবং মাদককে না বলুন। রাস্তায় বেশ কয়েকজনকে মাস্ক বিতরণও করছেন তিনি। এছাড়াও পথে পথে বিভিন্ন এলাকায় তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছাও জানিয়েছেন।
এই সাহসী পদক্ষেপ নিয়ে জানতে চাইলে রিফাত জামিল রিয়াদ বলেন, জীবনের বাস্তবতাকে দেখার খুব ইচ্ছা। মনে সাধ জেগেছে হেঁটে হেঁটে দেশের গ্রাম বাংলাসহ সুন্দর সুন্দর নিদর্শনগুলো অবলোকন করার, তাই হাইকিং শুরু করে দিয়েছিলাম। এখন দেশের প্রতিটি জেলায় হেঁটে যাওয়ার ইচ্ছা আমার— সবধরনের মানুষের কাছে যেতে চাই, অনেক কিছু শিখতে চাই।
এমএসআর