সাভারের আশুলিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে

সাভারের আশুলিয়ায় সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ২০১৯-২০ উপলক্ষে শতাধিক শীতার্ত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারি আর্টিলারির আয়োজনে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব বিতরণ করা হয়।

এ আয়োজনের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক অসহায় ও শীতার্ত গরীব এবং দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসজি, জি কমান্ডার ৯ আর্টিলারি ব্রিগেড, ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন মো. জায়েদীদ হাসান আবির, ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারি আর্টিলারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। 

এসপি