ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে গাড়ির ধীর গতি

গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্তত ১০ কিমি. জুড়ে এ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরের খারাজোরা এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। এতে ওই মহাসড়কে চার লেনের দুই লেন দিয়ে যান চলাচল করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। সূত্রাপুর থেকে শুরু হয়ে চন্দ্রা মোড় পার হয়ে আরও কয়েক কিলোমিটার জুড়ে লেগে আছে এ যানজট।

যানজটে ভোগান্তিতে পড়া যাত্রী রুহুল আমিন বলেন, পাবনা যাওয়ার উদ্দেশ্যে সকাল ৮টার দিকে ঢাকা থেকে বাসে উঠি। সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের চন্দ্রা এসে পৌঁছি। দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তি শেষে প্রায় আড়াই ঘণ্টায় গাজীপুরের কালিয়াকৈর পার হয়েছি।

চন্দ্রা থেকে মির্জাপুর অংশের দায়িত্বে থাকা গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, কালিয়াকৈর খাড়াজোড়া এলাকায় সড়কে নির্মাণ কাজ চলছে। এতে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনে চলাচলকারী যানবাহনগুলো দুই লেনে চলছে। তাই যান চলাচলে ধীর গতি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

তিনি আরও বলেন, যানজট গোড়াই নাসির গ্লাস কারখানার পরে দীর্ঘ রয়েছে। মূলত মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ২টা থেকে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে। যানজট নিরসনে টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই, কালিয়াকৈর রেলওভারপাসের পাশে, খাড়াজোড়াসহ বেশ কয়েকটি পয়েন্টে ট্রাফিক পুলিশ কাজ করছে।

এসপি