সিরাজগঞ্জে যান চলাচল স্বাভাবিক
সিরাজগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশা আর মহাসড়ক উন্নয়ন কাজের কারণে বুধবার (২০ জানুয়ারি) ভোরের দিকে বঙ্গবন্ধু সেতুপশ্চিমের সিরাজগঞ্জ অংশে যানজটের সৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু সেতুপশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ভোররাতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। অন্যদিকে বঙ্গবন্ধু সেতুপশ্চিমপাড়ের গোলচত্বর থেকে সেতুর টোলপ্লাজা পর্যন্ত মালবাহী (ট্রাক) চলাচলের জন্য বিকল্প সড়ক বন্ধ থাকায় পরিবহনের চাপ মহাসড়কে গিয়ে ঠেকেছে। এতে ওজনস্টেশনের তিনটি মেশিনের মধ্যে মাঝে মাঝে একটি বুধ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে চালকদের।
বিজ্ঞাপন
এছাড়া মহাসড়কে প্রস্ততকরণ কাজের কারণে এমন যানজটের সৃষ্টি হয়।
ঘন কুয়াশা, সড়ক উন্নয়নের কাজ ও বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার একটি ওজন স্টেশন বন্ধ থাকায় সিরাজগঞ্জের মহাসড়কে যানজট ভোগান্তি চরমে পৌঁছে যাচ্ছে। এটি এখন যেন রুটিনে পরিণত হতে যাচ্ছে। গত দুদিন থেকে বগুড়া-ঢাকা মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত তীব্র যানজট ও মাঝে মাঝে থেমে থেমে গাড়ি চলায় চরম ভোগান্তিতে পরেছেন যাত্রীরা।
বিজ্ঞাপন
সরেজমিনে বুধবার (২০ জানুয়ারি) সকাল ৭টার দিকে মহাসড়ক ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু সেতুর বিপরীত মুখী যানবাহন থেমে থেমে চললেও ঢাকা তথা বঙ্গবন্ধু সেতুগামী যানবাহন দাঁড়িয়ে রয়েছে। এতে নির্দিষ্ট সময়ের অনেক পরেও পৌঁছানো যাচ্ছে না গন্তব্যে। সেই সঙ্গে ভোগান্তিও যেন পৌঁছে গিয়েছে চরমে।
সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী আনন্দ পরিবহনের চালক সেলিম আহমেদ বলেন, মঙ্গলবার (১৯ জানুয়ারি) সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি বাসও যেতে পারেনি। সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে বের হয়ে আসলেও নলকা মোড়ে এসে আর ঢাকা-রাজশাহী মহাসড়কে উঠতে পারিনি। পরে তীব্র যানজট দেখে সবগুলো গাড়িই আবার ফিরে আসি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন বলেন, ঘন কুয়াশা, রাস্তার উন্নয়ন কাজ ও বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার ওজন স্টেশন একটি বন্ধ থাকার কারণেই মূলত যানজট হচ্ছে। তবে আমরা সারারাত ধরেই যানজট নিরসনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এমএসআর