গ্রেফতার শরাফত

জয়পুরহাট থেকে ৪২ কেজি গাঁজাসহ শরাফত (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১২ বগুড়া। সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার সময় সদর উপজেলার পূর্ব বাজার ভাসানী রোডে মারোয়ারী মন্দিরের সামনে থেকে প্রাইভেট কারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক কিশোরগঞ্জের সদর উপজেলার পারদানয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‍্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শরাফত দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতেন। মূলত তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। র‍্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে শরাফত প্রাইভেট কারসহ জয়পুরহাট সদরে অবস্থান করছেন।

পরে বগুড়া ক্যাম্পের একটি বিশেষ দল মারোয়ারী মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা শরাফতকে প্রথমে আটক করে তার গাড়ি তল্লাশি করে। ওই সময় তল্লাশি চালিয়ে প্রাইভেট কারের পেছন থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতার যুবকের নামে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি একজন পেশাদার মাদক কারবারী।

এমএসআর