প্রেম করে বিয়ের পরদিন স্বামী বাজারে, ঘরে ঝুলছে নববধূর লাশ
জান্নাতুল রুবাইয়াত তন্বী
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় প্রেম করে বিয়ের পরদিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন জান্নাতুল রুবাইয়াত তন্বী (২১) নামের এক কলেজছাত্রী।
তিনি বাসাইল পৌরসভার জরাশাহীবাগ এলাকার হাশেম খানশুর মেয়ে। স্থানীয় জোবেদা-রুবেয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন তন্বী।
বিজ্ঞাপন
বুধবার (২০ জানুয়ারি) পৌরসভার পশ্চিমপাড়ার বাসিন্দা স্বামী সাদেক আহমেদ সায়েমের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে কলেজছাত্রী তন্বীর মৃত্যুর নিয়ে উভয় পরিবারের সদস্যরা দ্বিমুখী বক্তব্য দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, পাশাপাশি এলাকার বাসিন্দা হওয়ায় সায়েম এবং তন্বীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের বিষয়টি তন্বীর পরিবার জানার পর ভালোভাবে নেয়নি। বিভিন্ন জায়গা থেকে তন্বী এবং সায়েমের বিয়ের প্রস্তাব এলেও উভয়ে বিয়ে করেননি। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের।
তন্বীর দেবর শাকিল খান বলেন, মঙ্গলবার স্থানীয়দের উপস্থিতিতে বিয়ের কাবিনসহ আনুষ্ঠানিকতা শেষ হয়। তবে মেয়ের পরিবার বিয়েতে নাখোশ ছিল। বুধবার সকালে আমাকে এবং ভাইকে (সায়েমকে) বাজার করতে পাঠান ভাবি। তখন ভাবিকে খুব হতাশাগ্রস্ত লাগছিল। আমাদের ধারণা, সকালে মা-বাবার সঙ্গে মোবাইলে ঝগড়া করে রাগে-ক্ষোভে আত্মহত্যা করেছেন ভাবি।
বিজ্ঞাপন
তন্বীর বাবা হাশেম খানশুর বলেন, আমি উপস্থিত থেকে বিয়ের কাজ সম্পন্ন করেছি। বিয়ের একরাতের মাথায় মেয়ের মৃত্যুর ঘটনা মর্মান্তিক। এটি মেনে নেওয়া যায় না। আমার মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে ছেলের পরিবার।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, নববধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এএম