মাদকদ্রব্যসহ আটক দুই ভাই ইমরান ও এনামুল ইসলাম

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাভেল ব্যাগে গাঁজা বহনের সময় অভিযান চালিয়ে ২৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বটতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো— বগুড়া আদমদিঘী দোহারপুর গ্রামের বাচ্চু সরদারের ছেলে ইমরান (২২) ও এনামুল ইসলাম (২৪)।

র‌্যাব-৫, জয়পুরহাট  ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের নিকট সরবরাহ করে আসছিল তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সরবরাহের বিষয়টি স্বীকার করে। তাদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করা হয়।

এমএসআর