বেনাপোল চেকপোস্টে সিআইডির ভুয়া কর্মকর্তা আটক
আটক রিন্টু মিত্র
বেনাপোল চেকপোস্টে রিন্টু মিত্র (৪০) নামে সিআইডির ভুয়া পরিচয়ধারী এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বেনাপোল ইমিগ্রেশনের মধ্যে থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে সিআইডির একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। আটক রিন্টু মিত্র সাতক্ষীরা জেলার মৃত দেব প্রসাধ মিত্রের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিষয়টি সত্যতা নিশ্চিত করেন ঢাকা পোস্টকে বলেন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে কয়েকদিন ধরে সিআইডির এই ভুয়া কর্মকর্তা পাসপোর্ট যাত্রীদের হয়রানি করে আসছে। এ সময় তার চলাফেরায় সন্দেহ হলে বুধবার তাকে জিজ্ঞেসাবাদ করা হয়।
বিজ্ঞাপন
পরে তিনি পরিচয় দেয় তার নাম মনির হোসেন। সিআইডির একজন কর্মকর্তা। পরবর্তীতে ইমিগ্রেশনের জিজ্ঞাসা বাদের একপর্যায়ে তার আইডিকার্ড যাচাই করছে দেখা যায় তিনি সিআইডি কর্মকর্তা নন। তিনি একজন প্রতারক। এ সময় সিআইডির ভুয়া কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ পাসপোর্ট যাত্রীদের হয়রানির অভিযোগে তাকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ভুয়া কর্মকর্তাকে প্রতারণার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
এমএসআর