নিক্সনকে না থামালে গণআদালতে বিচার হবে : কাদের মির্জা
বসুরহাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আবদুল কাদের মির্জা
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, নিক্সন চৌধুরী সাহেব আপনি কী করেন এদেশের মানুষ জানে, গণমাধ্যম কর্মীরাও জানে। আমি আওয়ামী লীগের নীতিনির্ধারকদের বলব আপনারা যদি নিক্সন চৌধুরীর মতো এই অপরাজনীতিবিদদের না থামান গণআদালতে একদিন আপনাদেরও বিচার হবে।
বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টায় বসুরহাট রূপালী চত্বরে ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এদেশে যখন যারা ক্ষমতায় আসে কিছু কিছু লোক মনে করে দেশটা তাদের। একরাম চৌধুরী এমপি সদর উপজেলা চেয়ারম্যান জেহানকে দিয়ে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারবাজি করছে। সম্প্রতি ওই দপ্তরের একটি টেন্ডার সোনাগাজীর লিপটনকে পাইয়েও দিয়েছেন। সব দপ্তরে নিজেরা নিজেদের লোক দিয়ে টেন্ডারবাজি করছে। বিনিময়ে শতকরা ১০-১২ পারসেন্ট টাকা হাতিয়ে নিচ্ছে।
মতবিনিময় অনুষ্ঠানে মেয়র কাদের মির্জা বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়ম উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে গণশুনানি করে ঘুষ বন্ধ করে জনসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি আদায় করেন।
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।
এসপি