সাফারি পার্কে ভালুক পরিবারে নতুন ২ অতিথি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে দুই ভালুক শাবকের জন্ম
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে তৃতীয়বারের মতো দুটি ভালুক শাবকের জন্ম হয়েছে। সদ্যজন্ম নেয়া দুটি শাবকসহ পার্কে ভালুকের সংখ্যা এখন ১৫টি। পার্ক কর্তৃপক্ষ বুধবার (২০ জানুয়ারি) বিষয়টি প্রকাশ করলেও শাবক দুটির জন্ম হয় গত ৫ জানুয়ারি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, মাদি ভালুকের পেটে বাচ্চা আসার পর তাকে বিশেষ বেষ্টনীতে নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বিশেষ বেষ্টনীতে গত ৫ জানুয়ারি ওই মাদি ভালুক দুটি শাবকের জন্ম দেয়।
বিজ্ঞাপন
এখনও ওই বেষ্টনীতে রেখে মা ভালুককে পার্কের কর্মকর্তারা খাবার দিচ্ছেন। ভালুকেরা সাধারণত একসঙ্গে এক থেকে তিনটি বাচ্চার জন্ম দেয়।
তিনি আরও বলেন, বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই প্রাণী সংরক্ষণে ভূমিকা রাখছে সাফারি পার্ক। আবদ্ধ পরিবেশে ভালুকের পালে তৃতীয়বারের মতো বাচ্চার জন্ম হওয়ায় তিনি নতুন সম্ভাবনা দেখছেন।
বিজ্ঞাপন
সদ্যজন্ম নেওয়া বাচ্চাসহ পার্কে বর্তমানে ভালুকের সংখ্যা ১৫টি। গর্ভধারণের আট মাস পর বাচ্চা প্রসব করে। ভালুক ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বাঁচে। তবে আবদ্ধ পরিবেশে ৩০ থেকে ৩৫ বছর বেঁচে থাকে।
এমএসআর