মুন্সিগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির চেষ্টাকালে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) সদর উপজেলার মিরেরসরাই এলাকায় একটি জাল তৈরির কারখানায় গিয়ে চাঁদাবাজির সময় তাকে আটক করা।

বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ডিবি পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম আজাদ।

আটক ব্যক্তির নাম মো. শাহিন প্যাদা (২২)। তিনি বরগুনার গুলিসাখালী থানার আমতলী এলাকার বাসিন্দা।

পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরেরসরাই এলাকার সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির সুতার মিলে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অভিযান চালান শাহিন নামের যুবক। এ সময় মিলের মালিকের কাছে চাঁদা দাবি করেন শাহিন। বিষয়টি সন্দেহজনক মনে হলে মিলমালিক আমাদের জানান। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।

এই কর্মকর্তা আরও বলেন, ভুয়া ডিবি পরিচয়দানকরী শাহীনের কাছ থেকে সার্জেন্ট পদমর্যাদার আইডি কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

ব.ম শামীম/এনএ