পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের এখন কী দরকার সেটা ঠিক করতে হবে। সারা দুনিয়ায় মানুষ যে রকম চলে সে রকম চলতে চাই আমরা। সেজন্য চাই উন্নয়ন। শেখ হাসিনার হাত ধরে সে উন্নয়ন পৌঁছে যাচ্ছে সবার কাছে। ১৮ কোটি মানুষের ঘরে বিদ্যুৎ এসেছে। পদ্মা সেতু হচ্ছে। পানির নিচ দিয়ে টানেল হচ্ছে।

রোববার (০৩ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আছাব উদ্দিন সরদার স্মরণে আয়োজিত শোকসভায় মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, কাজের সময় এক থাকতে হবে। তবে যেসব নেতা সুযোগ সন্ধানী তাদের পরিষ্কার করতে হবে। কিছু নেতা ব্যবসা করার জন্য রাজনীতি করে। তাদের চিহ্নিত করে দল থেকে বের করতে হবে। তারা দুর্বৃত্ত, এদের দল থেকে বের করতে হবে। এজন্য জনগণের সহযোগিতা চাই।  

সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, সহসভাপতি রেজাউল করিম শামীম, অবনী মোহন দাস প্রমুখ। 

সাইদুর রহমান আসাদ/আরএআর