দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স

মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে রোগীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-  বরিশালের উজিরপুর উপজেলার পূর্ববামুড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৫০) এবং তার স্বজন একই এলাকার জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের উজিরপুর থেকে চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে অ্যাম্বুলেন্সে ঢাকা যাচ্ছিলেন খাদিজা বেগম। অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের কুতুবপুর বড় কেশবপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই খাদিজা বেগম ও মেহেদী হাসানের মৃত্যু হয়। এছাড়াও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ মজুমদার জানান, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে রোগীসহ দুইজনের মৃত্যু হয়। চালকসহ অন্যরা গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আরএআর