পাবনা জেলার ১১টি থানার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন আমিনপুর থানার রওশন আলম। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ, সুজানগর ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে পালন এবং কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে নির্দেশনা দেওয়া হয়। সভার শুরুতে সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১২ জন অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।

থানা সূত্রে জানা যায়, আমিনপুর থানার ওসি রওশন আলম মাদক, দুর্গম চরে সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং ওয়ারেন্ট তামিলকারী ও দাফতরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠু ও নির্ভুলভাবে পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন।

এর আগে সাফল্যমন্ডিত বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় বিভিন্ন জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে অসংখ্য পুরস্কার লাভ করেন চৌকস এই ওসি। ইতোমধ্যে তিনি মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সব মহলে প্রশংসিত হয়েছেন। দুর্গম ঢালারচরে তিনি সাহসিকতার সঙ্গে সন্ত্রাস দমন করতে অগ্রণী ভূমিকা পালন করছেন। পদ্মা নদী থেকে মা ইলিশ সংরক্ষণে বড় ভূমিকা পালন করে যাচ্ছেন।

ওসি রওশন আলম জানান, আজ শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল। আপনাদের এই মর্যাদা যেন ধরে রাখতে পারি। সাধারণ জনগণের আস্থা অর্জনে আরও উদ্যোগ নেব। থানায় এসে কোনো মানুষ যাতে বলতে না পারে পুলিশ খারাপ। পুলিশ হবে জনগণের বন্ধু। এসপি মহিবুল ইসলাম স্যারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। থানার সব এসআই, এএসআই, কনস্টেবলসহ সব সহকর্মীকে ধন্যবাদ জানান তিনি।

এ ছাড়া ঈশ্বরদীতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির অনুষ্ঠান সফলভাবে করায় এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম ও ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

পাবনার পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান ঢাকা পোস্টকে বলেন, পুলিশ সদস্যদের মধ্যে এখন ভালো কাজ করার প্রতিযোগিতা চলে এসেছে। যারা ভালো কাজ করছেন, তাদের আরও বেশি পুরস্কার দেওয়া হবে। যারা অপরাধ করবে, তাদের শাস্তির আওতায় আনা হবে।

রাকিব হাসনাত/এসপি